2
অশান্ত হৃদয়ে আজ সুর উঠেছে
গভীর মস্তিষ্কে হাল্কা হাওয়া বয়েছে
কষ্টগুলো আজ বর্তমান হয়েছে
পুরনো অতীতগুলো অনেক সয়েছে।।
কবে হবে এই সমাপ্তি
কবে পাবো তৃপ্ততা
কবে শেষ হবে কষ্টের প্রাপ্তি।।
দীর্ঘ আঠার বছর লেগেছিল
অসমাপ্ত কাহিনী ভুলতে
তা কি জানা ছিল
আজ আবারও পা বাড়াবে
সেই পুরনো ঘা মনেতে ঢুকতে।।
অতীত…

2