অতীত

2

অশান্ত হৃদয়ে আজ সুর উঠেছে

গভীর মস্তিষ্কে হাল্কা হাওয়া বয়েছে

কষ্টগুলো আজ বর্তমান হয়েছে

পুরনো অতীতগুলো অনেক সয়েছে।।

কবে হবে এই সমাপ্তি

কবে পাবো তৃপ্ততা

কবে শেষ হবে কষ্টের প্রাপ্তি।।

দীর্ঘ আঠার বছর লেগেছিল

অসমাপ্ত কাহিনী ভুলতে

তা কি জানা ছিল

আজ আবারও পা বাড়াবে

সেই পুরনো ঘা মনেতে ঢুকতে।।

অতীত…

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply