0
আকাশের কানে কানে বাতাস কি কথা বলে? আমি তোমাকে ভালবাসি। আসলে সে ভালবাসে? না।তাহলে এটা শুধুই নাটকঃ সে আজ একজনকে ভালবাসে, কাল একজনকে ভালবাসে। তাহলে তাকে কি করতে হবে? কঠিন শাস্তি দিতে হবে। সেই কঠিন শাস্তি কি পৃথিবীতে আছে? না। তাহলে পৃথিবীর কেন সৃষ্টি হল পৃথিবীর সৃষ্টি না হলেতো তাকে কঠিন শাস্তি দেওয়া যেত। পৃথিবীর সৃষ্টি হয়েছে না ধরা মাছ ধরে খাওয়ার জন্য। তাহলে আমি এখন থেকে মাছই ধরব।

0