লেখা স্বংরক্ষিত ০৬.০৪.২৩”>অনুগল্প 💕ভালোবাসার ছোঁয়া💕 ✍️সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী অফিসের দরকারি কাজে চুমকিকে বস দিল্লি পাঠালো। তড়িঘড়ি ফ্লাইটের টিকিট ধরিয়ে দিল,অফিসের বস। একসপ্তাহের কাজ সেরে ফেরা। মেয়েকে মায়ের কাছে রেখে বেরিয়ে গেল। ৯.২০ দিল্লি গামী প্লেনে বসেছে, পাশের সিটে বসা মানুষটিকে দেখে অবাক হয়ে গেলো। এ কি তুমি?দুজনের একটা কথা, এক নিশ্বাসে বলে ফেললো। আটবছর পর একে অপরকে দেখে অবাক। শিশিরের সাথে কলেজের প্রথম প্রেম। ডাক্তারী পড়ার শেষে, শিশির আজ লন্ডন এ থাকে। দুটো চোখ অবাক হয়ে চেয়ে থাকে। দুজন দুজনকে জাপটে ধরে। অবাক হয়ে যায় প্লেনের সবাই। যাইহোক কিছুটা হকচকিয়ে গেলে, সবাই বুঝে নেয় সবটা। দিল্লিতে এক জটিল অপারেশন এ ডাক পড়েছে শিশিরের। কলকাতায় মায়ের কাছে দেখা সেরে, দিল্লির কাজ সেরে আবার সেই বিদেশ। চুমকি আর তার ভালোবাসা কোথায় হারিয়ে গেল? ভালোবেসেও মিলন হলো না তাদের। দিল্লিতে নেমে, যে যার গন্তব্যে। শুধু ছলছল করে উঠলো, চার চোখ। যে যার বিবাহিতের তকমা রাখতে ব্যস্ত।
