0
ধূসর ধরায় মানব মাঝে
কেবল দুলকি খেলা,
চিরকর্মার অসীম কৃপায়
নিত্য কাটে বেলা।
স্বপ্নের ঘোরে জগত মাঝে
আছো দেখো ভেবে
কিসের মধ্যে আটকে গেলে
প্রভুর জবাব দেবে।
প্রভুর পথে বিফল হয়ে
জগৎ মায়ার টানে,
ছাড়তে হবে জগৎ একদিন
অন্তিম যাত্রা পানে।
অনন্ত কাল সদয় থেকো
থেমে কেনো তবে?
তোমার গড়া সৃষ্টি যেন
ধরায় পড়ে রবে।
ধনীর হতে নজর রাখো
নকশা যত আঁকা,
দীনের ঘরে অন্ন ভোজন
সদয় দৃষ্টি রাখা।

0
ভালো লিখেছেন কবি
সুন্দর উপস্থাপনা