অপশাসন

0

বীর তুমি?
তুমি বীর?
চণ্ডাল মস্তকে বসিয়া,
উঁচু করিয়াছ শির।
উচিত নহে ,
তোমার এ কার্য।
নিজে অমান্যে আইন
করিয়াছো তুমি ধার্য।

পাহাড়সম ধন, তুমি করিয়াছো লুট,
সত্যবাণী কাহারে সুধাও,
নিজেই হইয়া ঝুট?

ওহে! নিজকে কী ভাবো তুমি
ফেরাউন, নমরুদ, নাকি
প্রভুত্ব তোমার অসীম?

লুটেপুটে গ্রাস করিলে তুমি,
যাহা ছিল অন্যের ধন।
মনুষ্য নহে তুমি,
পশুতুল্য তুমি ও তোমার মন।

~অপশাসন


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Hridoy Bhuiyan

Author: Hridoy Bhuiyan

আমি হৃদয় ভূইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

One Reply to “অপশাসন”

Leave a Reply