অপশাসন

play icon Listen to this article
0

বীর তুমি?
তুমি বীর?
চণ্ডাল মস্তকে বসিয়া,
উঁচু করিয়াছ শির।
উচিত নহে ,
তোমার এ কার্য।
নিজে অমান্যে আইন
করিয়াছো তুমি ধার্য।

পাহাড়সম ধন, তুমি করিয়াছো লুট,
সত্যবাণী কাহারে সুধাও,
নিজেই হইয়া ঝুট?

ওহে! নিজকে কী ভাবো তুমি
ফেরাউন, নমরুদ, নাকি
প্রভুত্ব তোমার অসীম?

লুটেপুটে গ্রাস করিলে তুমি,
যাহা ছিল অন্যের ধন।
মনুষ্য নহে তুমি,
পশুতুল্য তুমি ও তোমার মন।

~অপশাসন


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Hridoy Bhuiyan

Author: Hridoy Bhuiyan

আমি হৃদয় ভূইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

কবিতা শেখ রাসেল আফছানা খানম অথৈ

শেখ রাসেল আফছানা খানম অথৈ রাসেল সোনা চাঁদের কনা সবার চোখের মনি, হেসে খেলে সবার সাথে করতো দুষ্টামি। বাবা যখন

One Reply to “অপশাসন”

Leave a Reply