1
অপেক্ষার প্রহর
অপেক্ষার প্রহর
একদিন শেষ করে দিবে বিশ্বাস
অপেক্ষার প্রহর
একদিন বুঝিয়ে দিবে
তোমার জন্য নষ্ট করেছি
আমার দিন বছর মাস
অপেক্ষার প্রহর
সেতো চলে যাবে
শুধু রেখে যাবে একরাশ যন্ত্রণা
অপেক্ষার প্রহর
শিখিয়ে দিয়ে যাবে
তোমার প্রতি অপরিসীম ঘৃণা
অপেক্ষার প্রহর
দিয়ে যাবে জীবনের মূল্যবান স্মৃতি
বুঝিয়ে দিবে যাবে সময়ের মূল্য দেওয়ায় যে জীবনের একমাত্র গতি।।
আরো পড়ুন-
- হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই
- পাকা বেল খাওয়ার নিয়ম
- রকেট একাউন্ট থেকে এডসেন্স এর টাকা তোলার নিয়ম
- বিভিন্ন ওয়েবসাইটের নাম

1
খুব ভালো।