0
আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন
আছে মনের মাঝে,
সেরার মুকুট পরবো জানি
আমার কর্ম কাজে।
আপন স্বপ্নের অসীম ধ্বনি
আসে আমার কানে,
স্বপ্নের সাধটা পূরণ করবো
মনটা তবে জানে।
অধিক আশায় চলছে তরী
ভিড়বে সঠিক ঘাঁটে,
এমন ভাবে দিন গুলো মোর
আনন্দে বেশ কাটে।
চেষ্টায় সফল করবো জীবন
হার তো নাহি মানি,
বিশ্বাস থাকলে আসবে বিজয়
এমন ভাবে জানি।
অধিক চাওয়া স্বপ্নের সাধটা
মিঠাই রসে ভরা,
আমার স্বপ্ন পূরণ হলেই
হাসবে জানি ধরা।
0
চমৎকার লিখেছেন প্রিয় ভাইয়া ❤️