1
ভারত যদি উল্টো পাল্টা
করে একটা শব্দ,
নোবেল জয়ী দেশ শাসকের
হাতেই হবে জব্দ।
বহু বছর দেয় নি জবাব
ধরেছি যে ধৈর্য,
ঢিল ছুঁড়লে পাট-কেল খাবে
করবো নাকো সহ্য।
বঙ্গ দেশটা নিয়ে তোমার
জ্বলে কেনো গা,
দেশটা নিয়ে কল নাড়ালে
ভেঙ্গে দিবো পা।
সাগর রক্ত ঢাল তে পারি
আমরা এমন জাত,
বীর বাঙ্গালী দেশের জন্য
করতে পারে ঘাত।
এই বঙ্গতে তোমার জন্যেই
বহে অস্থির বায়ূ,
তবেই তোমার কমে যাচ্ছে
যেনে রেখো আয়ু।
পারিপাট্য দেশটা নিয়ে
ঘোলা করো জল,
তবেই তুমি কঠিন ভাবে
পাবে তাহার ফল।
দেশের শত্রু দেশদ্রোহীগণ
তাদের ভারত মা,
সময় থাকতে দেশটা ছেড়ে
ভারত চলে যা।
![nofollow 56](https://www.lekhok.me/wp-content/uploads/2024/05/56.jpg)
1
ভালো লিখেছেন কবি