আঁধার – ভাস্কর পাল

play icon Listen to this article
0

আঁধার

  • ভাস্কর পাল

 

আঁধার নামিবে বলে পাখির দল উড়ে চলে

দূরের হতে ঘরের তরে!

কীসের মায়াতে সন্ধ্যা নেমে আসে

উদাস দিনের শেষে

কাটে আলোর আভা, কাটে রবির প্রভা

দিনের অন্তিম বৈকালে।

ঢোলে পড়ে পশ্চিমে ক্লান্ত রবি বিশ্রামে

দিনের অন্ত ঘটিয়ে।।

আঁধার নামিবার তরে গৃহে গৃহে আলো জ্বলে

জ্বলে ওঠে ল্যাম্পপোস্টের আলো আঁধার কাটাতে।

কাজ সেড়ে বাড়ি ফেরে কত না পথিক সব

বেড়িয়েছিল যারা প্রভাত হতে।।

স্বঙ্খ ধ্বনি শোনা যায় দূর হতে দূরে গৃহে গৃহে

রাত্তির কে আহব্বান জানাতে।

ঝিকিমিকি তারারা সব ফুটে ওঠে আকাশেতে

দিবা কালে লুকায় ছিল মেঘেদের মাঝে।।

ওঠে চন্দ্র, কখনো কখনো অর্ধ হতে পূর্ণ

নিয়ে এক কাল্পনিক আলো।

জোনাকিরা ঝিকিমিকি আলো দেয় মিটিমিটি

ঝিঁঝিঁ পোকা করে ঝিঁঝিঁ।।

ক্লান্ত হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে মিটমিটিয়ে জ্বলে নেভে

নিশি তারারা রাত্রি জাগে নতুন দিনের অপেক্ষাতে।

আঁধার রাতের অন্ধকারে কত অজানা লুকায় থাকে

দিবা রবির নবীন আলোয় সব আঁধার যায় মুছে।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

কবিতা শেখ রাসেল আফছানা খানম অথৈ

শেখ রাসেল আফছানা খানম অথৈ রাসেল সোনা চাঁদের কনা সবার চোখের মনি, হেসে খেলে সবার সাথে করতো দুষ্টামি। বাবা যখন

Leave a Reply