0
আমি যদি আকাশ হতাম আর তুমি যদি আমার পাতাল হতে তাহলে কি হত? আমি শুধু গান গাইতাম তুমি শুধু শুনতে, শুনে শুনে বলতে এমন গান আমি জীবনেও শুনিনি।তাহলে? আমি কেন আকাশ নই আর তুমিও নও আমার পাতাল সেটাই প্রশ্ন, আমরা দুজন’ যদি আকাশ-পাতাল হতাম কতইনা ভাল হত।
আকাশ পাতাল হব যদি তুমি আমাকে বল ভালবাসি আর আমি তোমাকে বলি ভালবাসি আর আমরা যদি একটি ফুল বিনিময় করি।তাহলে চল এখনই ফুল বিনিময় করি।

0