0
ভালবেসে একদিন জেনেছি ফুল সুন্দর
ভালবেসে একদিন জেনেছি পাখি সুন্দর
ভালবেসে একদিন জেনেছি নদী সুন্দর।
সেই ভালবাসা আজ আবার ফিরে আসল।
আজ আমার কি করতে ইচ্ছে হচ্ছে?
আকাশে উড়াল দিতে ইচ্ছে হচ্ছে।
এমন একটি আকাশ কোথায় পাব যে আকাশের নাম ঠিকানা?
এমন একটি আকাশ পেলে বলতাম সবচেয়ে সুন্দর ঠিকানায় আছি।

0