0
আগমনি দেশের সম্পদ
গড়তে যদি চান,
তাদের হাতে বিক্রি নয়তো
মরণ নেশা পান।
সুন্দর জীবন ধ্বংস করে
ধূমপানের ঐ নেশা,
চলাফেরায় যে বেসামাল
পায়না খুঁজে দেশা।
লেখাপড়ায় মন বসেনা
হতাশ হয়ে যায়,
তখন তাঁরা মরণ নেশা
ধূমপান মজে খায়।
সবার আগে বিক্রেতার যে
ক্রেতা চিনতে হবে,
সুস্থ সমাজ সুন্দর দেশটা
গড়া সম্ভব তবে।
বিক্রেতার রূপ সচেতনতায়
এমন যেন হয়,
মরণ নেশা বিক্রির আগেই
বিবেকবোধে রয়।

0