0
আজরাইল (আঃ) এর সাথে আমার একবার দেখা হয়েছিল। বলে, “কেমন আছ? ” বলি,” তুমি মানুষের জান কবয কর, ভাল থাকি কি করে। ” সেই থেকে আজরাইল (আঃ) আমাকে দেখতে পারেনা । এখন সারাক্ষণ শুধু চিন্তায় দিন কাটে কখন সে সামনে চলে আসে, যতকিছুই হোক সে তো আজরাঈল ( আঃ)। আজরাইল (আঃ)’ সৃষ্টি করার সময় আল্লাহ নাকি জিজ্ঞেস করেছিলেন, এই তুমি মানুষের জান কবয কর, আমার জান কবয করবেনা? আজরাইল (আঃ) নাকি তখন বলেছিলেন, তোমার জান কবয করবে এমন আজরাইল কি হয়!
আজরাইল (আঃ) এর নাকি সারাক্ষণ মানুষের জান কবয করার শখ। তাহলে কড়ায় গন্ডায় আজরাইল সৃষ্টি হয়না কেন!

0