0
আমার জন্মের আগে কার জন্ম হয়েছিল?
আমার বাবার।
আমার বাবার জন্মের আগে কার জন্ম হয়েছিল?
আমার দাদার।
আমার দাদার জন্মের আগে কার জন্ম হয়েছিল?
আমার দাদার দাদার।
এমনি করেই সবাই পৃথিবীতে এসেছে। সবার জন্মের আগেই কারো না কারো জন্ম হয়েছিল।
কিন্তু তার জন্মের আগে কারো জন্ম হয়নি। সে যে পৃথিবীর আদি নারী।তাইতো তাকে আমি ভালবাসি। সে যেন চিরদিন আমার ‘ আদি নারী’ হয়েই থাকে।

0