0
বাবা গেল, মা গেল, গেল বুকের ধন
আর কেউ রইলনা যে আমার আপন।
এখন কে আপন বল এখন কে আপন?
‘কেউ কারো’ নয় তর’ সে যে মোর আপন।
আর ক’দি বাঁচব আমি জানিনা আমি
তাইতো আমার দিন গুনে অন্তর্যামী
অন্তর্যামী, অন্তর্যামী তুমি কেন পর?
আমি তোমার পর নই, আমি যে দুঃজ্জন।
এত সুখে রাখবে মোরে ছিলনা জানা
তাইকি তোমার নাম রেখেছি, নাম অজানা?
না, না আমি তোমার অজানা নই আমি যে চেনা
আমায় যদি চিনতে না চাও সবই অচেনা।
বাবা গেল, মা গেল, গেল বুকের ধন
আর কেউ রইলনা যে আমার আপন।
0