আবহমান – ভাস্কর পাল

0

আবহমান

  • ভাস্কর পাল

 

নদীর বেগে বইছে জীবন সময় নেই যে থেমে,

সূর্য উঠছে অস্ত যাচ্ছে চাঁদের আলোয় রাত কাটছে।

 

চক্রাকারে ঘুরছে ঋতু গ্রীষ্ম-বর্ষা-শরৎ-শীত

বসন্তের সেই কাকলি সুরে, পাতা ঝরানোর আসছে দিন।

 

বইছে নদী এঁকে বেঁকে উৎস হতে মোহনাতে-

কোথাও শান্ত ধীর গতিতে, কোথাও প্রবল খরস্রোতে।

 

একই ছন্দে তাল মিলিয়ে ঘড়ির কাঁটা ঘুরছে রোজই

দিন কাটছে, কাটছে বছর সময় কখনো থেমে থাকেনি।

 

চারা থেকে বৃক্ষ হচ্ছে, বৃক্ষ একদিন হচ্ছে মৃত-

ফুল-ফলের মনোরম সৌন্দর্য সবই একদিন হচ্ছে স্তব্ধ।

 

জন্ম-মৃত্যুর জীবন খেলায় শিশু হচ্ছে বৃদ্ধ

একই ভাবে চলে আসছে, জীবন চক্র প্রবাহিত।

 

বাতাসের গুঞ্জন বয়ে চলে দূর হতে দূরে-

পাখি সব বাড়ি ফেরে অন্ধকার নামিলে।

 

ফেলে আসা মুহূর্ত সকল ধীরে ধীরে হয়ে ফিকে

নতুন চিত্র অঙ্কিত হয় সময়ের প্রবাহ সুরেতে।

 

কত শত কোলাহল থেমে যায় একদিন-

আঁধার নামিলে পড়ে  শত আলো হয়ে ক্ষীণ।

 

ধুলিমাখা কত চিহ্ন ধুয়ে যায় বেষ্টিতে-

কত সত্যতা মুছে যায় সময়ের অ অবসাদে।

 

দিন বয় – মাস কাটে বছর ঘুরে আসে বছর

একই চক্রে ঘুরছে গ্রহ থেমে নেই যে পৃথিবীর চক্রায়ন।

 

সময়ের চাকা যাচ্ছে ঘুরে চাইলেও যায় না থামানো সেটা

জীবন চক্রে হচ্ছে বয়েস আসছে নতুন নবাগতরা।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply