আমার মা

2

               মা

আফরোজা আক্তার

 

মা দিয়েছে জন্ম,

মা যে অমূল্য রত্ন,

মা জানে সঠিক যত্ন।

মা যে আমার ধর্ম,

মা-ই আমার কর্ম,

মা যে আমার গর্ব,

মা-ই আমার স্বর্গ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

4 Replies to “আমার মা”

Leave a Reply