0
চলার পথে অনেকেই হারিয়েছি বলার মতন নয়
জানি না কোনদিন তাদের মত হারিয়ে যাব
পার যুদি মোনাজাতে আমায় সরণ রাখিয়।।
ঘর থেকে কবরের পথে দ্রুত যেয়
সমাধির শেষে কবরের উপর খেজুরের ডাল দিয়
সব শেষে মোনাজাতে আমার নাম ধরে পরপারে শান্তির কামনা করিয়।।
পৃথিবীতেকে নেওয়ার কিছু নাই
তাই আজ খালি হাতে যাই
জগত বাসী দেখবে আমায়
এই যেনো লাশ নায় যাত্রী যাচ্ছে আপন ঠিকানায়।।
নিজাম কয় ভাবিয়া এত দিন চিলাম আমি কি নিয়া
মরণ আমায় রেখেছে গিরিয়া
শূন্য দেহ যাবে রাখিয়া
আমায় তোমরা দেখিয়া না চাইয় কাদিয়।।
কথাঃ……মোহাম্মদ নিজাম আহমদ কোরেশী
আরো পড়ুন-
- সৃজনশীল কাকে বলে?
- সবজি পোলাও রেসিপি
- বাংলাদেশী শপিং সাইট
- ময়দার উপকারিতা ও অপকারিতা
- বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগরের অবদান
0