আমায় মোনাজাতে রাখিয়

0

 

চলার পথে অনেকেই হারিয়েছি বলার মতন নয়
জানি না কোনদিন তাদের মত হারিয়ে যাব
পার যুদি মোনাজাতে আমায় সরণ রাখিয়।।

ঘর থেকে কবরের পথে দ্রুত যেয়
সমাধির শেষে কবরের উপর খেজুরের ডাল দিয়
সব শেষে মোনাজাতে আমার নাম ধরে পরপারে শান্তির কামনা করিয়।।

পৃথিবীতেকে নেওয়ার কিছু নাই
তাই আজ খালি হাতে যাই
জগত বাসী দেখবে আমায়
এই যেনো লাশ নায় যাত্রী যাচ্ছে আপন ঠিকানায়।।

নিজাম কয় ভাবিয়া এত দিন চিলাম আমি কি নিয়া
মরণ আমায় রেখেছে গিরিয়া
শূন্য দেহ যাবে রাখিয়া
আমায় তোমরা দেখিয়া না চাইয় কাদিয়।।

কথাঃ……মোহাম্মদ নিজাম আহমদ কোরেশী

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Nizam Qureshi

Author: Nizam Qureshi

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply