আমায় মোনাজাতে রাখিয়

play icon Listen to this article
0

 

চলার পথে অনেকেই হারিয়েছি বলার মতন নয়
জানি না কোনদিন তাদের মত হারিয়ে যাব
পার যুদি মোনাজাতে আমায় সরণ রাখিয়।।

ঘর থেকে কবরের পথে দ্রুত যেয়
সমাধির শেষে কবরের উপর খেজুরের ডাল দিয়
সব শেষে মোনাজাতে আমার নাম ধরে পরপারে শান্তির কামনা করিয়।।

পৃথিবীতেকে নেওয়ার কিছু নাই
তাই আজ খালি হাতে যাই
জগত বাসী দেখবে আমায়
এই যেনো লাশ নায় যাত্রী যাচ্ছে আপন ঠিকানায়।।

নিজাম কয় ভাবিয়া এত দিন চিলাম আমি কি নিয়া
মরণ আমায় রেখেছে গিরিয়া
শূন্য দেহ যাবে রাখিয়া
আমায় তোমরা দেখিয়া না চাইয় কাদিয়।।

কথাঃ……মোহাম্মদ নিজাম আহমদ কোরেশী

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Nizam Qureshi

Author: Nizam Qureshi

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

Leave a Reply