0
শোন মা আমিনা
নদীর ধারে যেওনা
এক বিরাট সাপ আছে, কামড়ে দিলে বাঁচবানা
না না আমি যাবই, সেথায় মোর ঠিকানা
যা ইচ্ছে তা কর সে নয় মোর ভাবনা
নয় তোমার ভাবনা কেন আগে বললেনা
বললেতো তো হাট যাওযা হতনা
কি বল না বল কিছুই বোঝা গেলনা
হাট না গেলে খেতে কি তা কি তুমি বুঝনা
হাটে গিয়েছি ঠিক করেছি, এথায় যাওয়া হলনা
যাও যাও, বসে থাক নয় মোর ভাবনা
এমন যে বলবে তুমি সে তুমি জাননা
জানি আমি তারপরও বলছি ওথায় তুমি যেওনা
গেলে কি হবে তা কি তুমি জাননা?
জানি আমি বাবা গেছে, মা গেছে, গেছে দূরের ছা’ল-পোনা।
এই বলে আমিনা রওনা দেয় যমুনা
একদিন যায়, দুদিন যায়, ফিরে আর আসেনা
কি হয়েছে কি হয়েছে?
লাশ খেয়েছে ছার-পোনা।
0