0
কখনও যদি দেখ কেউ আয়নাতে বার বার মুখ দেখতাছে তাহলে তোমার কি মনে হবে? নিশ্চয়ই তার মুখ অনেক সুন্দর, তানাহলেতো আয়নাতে এভাবে মুখ দেখতনা।
আজ আমি এমন একজন’ দেখলাম। আমি কি করব? কাল তাকে দেখতে যাব; দেখব সে কত সুন্দর। যদি সে আমাকে একটি ফুল দেয় তাহলে বলব, তুমি সত্যিই সুন্দর। আর যদি ফুল না দেয় বলব, তুমি কদাকার।
এখন সে কি করবে? নিশ্চয়ই ফুল দেব; কারন, সে বার বার আয়নায় মুখ দেখছে।
তাহলে আমাদের কি করা উচিত? প্রত্যেকের ঘরে ঘরে আয়না কিনে রাখা উচিত ; কারন, তাহলেই সবাই ভাববে, এর মুখ অনেক সুন্দর।
আরো পড়ুন-
0
অসাধারণ
ধন্যবাদ। ভাল থাকুন। অনেক অভিনন্দন সুমন্তব্যের জন্য।