ধর এমন একটি খবর এল যে আর কোনদিন পৃথিবীতে বৃষ্টি হবেনা তাহলে মানুষ কি করবে? মানুষ কান্নাকাটি শুরু করে দিবে, বলবে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। যদি তারপরও বৃষ্টি না হয়? আল্লাহর প্রতি মানুষের ভক্তি বেড়ে যাবে। সে দিনরাত শুধু আল্লাহ আল্লাহ করবে আর বলবে বৃষ্টি দাও বৃষ্টি দাও। যদি এমন হয় যে কোনদিনই বৃষ্টি হলনা তখন কি হবে? তখন মানুষ আল্লাহর প্রতি বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে বলবে, আর আল্লাহকে ডাকবনা, আল্লাহ বলতে আসলে কিছু নেই। সেই আল্লাহকে আমরা কি ভালবাসি? বাসি। তার জন্য জীবন দিতে যুদ্ধের ময়দানে যাই? হ্যাঁ যাই।তার অস্তিত্ব নিয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে তাহলে তাকে মেরে ফেলতে ইচ্ছে হয়না? হয়।তাহলে যে আল্লাহর হাতে আগামীকালের বৃষ্টি আছে না নাআছে তা নিয়ে আমাদের সন্দেহ আছে সে আল্লাহকে বিশ্বাস করা আমাদের কি ঠিক হবে? না ঠিক হবেনা।তাহলে? এখন থেকে আল্লাহকে ভুলে যেতে হবে।
আল্লাহকে ভুলে গেলে কি হবে? মনে দোলা দিবে, আবার কবরে গেলে যদি কিছু হয়।তাহলে? আল্লাহকে নিয়ে আমাদের মনে দোটানা আছে। এই দোটানা থেকে মুক্তির উপায় কি? হয় আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করা না হয় তাকে পুরোপুরি ভুলে যাওয়া।এখন আমাদের কোনটা করা উচিত? আল্লাহকে বিশ্বাস করাই উচিত। কারন কবরে গেলে কি হবে তাতো মানুষের জানা নাই।তাহলে মানুষ যে আল্লাহর ইবাদতে নিজেকে সমর্পণ করে এটা কি respectable না irrespectable? respectable।সেই মানুষকে মানুষ কি শ্রদ্ধা করে? হ্যাঁ করে। সেই মানুষকে যদি আল্লাহ থেকে থাকেন তিনি কি শ্রদ্ধা করেন? করেন, কারন,আল্লাহ থেকে থাকলে একজন আল্লাওয়ালা থেকে নিজের মুখ ফিরিয়ে নিতে তিনিতো পারেননা।
এখন কথা হচ্ছে, আল্লাহ থেকে থাকলে তিনি তার আশেক বান্দা থেকে মুখ ফিরিয়ে নেবেননা- এই বিশ্বাস নিয়ে আমাদের কত বছর বাঁচতে হবে? হাজার বছর। কিন্তু আমাদের আয়ু কয়দিন? মাত্র দুই দিন।যিনি হাজার বছরের জায়গায় দুইদিন আয়ু দেন তাকে কি বলা ঠিক? তাকে বলা ঠিক- আল্লাহ তুমি আল্লাওয়ালা নও, আল্লাহ তুমি গজবওয়ালা।
