যদি এমন হয় যে টানা একমাস বৃষ্টি হলনা ( গ্রীষ্মকাল) তখন মানুষ কি করবে? কান্নাকাটি শুরু করবে; বলবে, হে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। আজ কি বৃষ্টি হচ্ছে? না।তাহলে? আমাদের কা্ন্নাকাটি শুরু করা দরকার। কান্নাকাটি করলে কি হবে? নিশ্চয়ই বৃষ্টি হবে ; কারন, আল্লাহতো কারো কথা না রেখে পারবেননা।
এখন কথা হল আল্লাহ কি কথা রাখবেন? রাখতেও পারেন, নাও রাখতে পারেন; কারন, গত পর্শু বৃষ্টি হয়েছে কিন্তু গতকাল হয়নি।
এখন কথা হল যদি কথা না রাখেন তাহলে আল্লাহকে আমাদের কি করা উচিত? অভিশাপ দেওয়া উচিত। কিন্তু সেই অভিশাপ দেওয়ার ক্ষমতা আমাদের আছে? না।তাহলে? আল্লাহর ধ্যানে সর্বদাই মশগুল থাকা উচিত।
সেই মশগুল’ কি? আল্লাহকে দেখলে বলব,তুমি কেমন আছ, কি খেয়েছ, কোথায় যাচ্ছ, তোমার বাড়ি কই, তোমার দাদা এখন কি করে…….! কিন্তু এসব কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে? আল্লাহকে আমাদের চিরতরে ভুলে যাওয়া উচিত। যদি ভুলে যাই? মরে যাব? দাসপাড়ার কামিনী দাসী ( কোন এক গীতবালা) যে দিনরাত আল্লাহর সেবা করে (!),তিনি কি আল্লাহকে পেয়েছেন? না। তাহলে? ভুলে যাওয়াই শ্রেয়।
