একদিন কামাল ঘুম থেকে উঠে শুনতে পেল, ‘আল্লাহ আর আল্লাহ নেই, আল্লাহ কোথায় যেন চলে গেছে’। এ কথা শুনে তো কামালের মেজাজ খারাপ; সে কাকে মারবে কাকে খাবে এই হল তার চিন্তা। আল্লাহ আর আল্লাহ নেই……….. এই কথা কি হতে পারে ? সে সিদ্ধান্ত নিল কে এমন কথা বলেছে তাকে সে খুঁজে বের করবে। শেষ পর্যন্ত সে খবর পেল এই কথা বলেছে দক্ষিণ পাড়ার জামাল। সে যে করেই হোক জামালকে খুঁজে বের করবে। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সে জামালকে পেল রাইন নদীর অবসীন তীরে। সে জামালকে মেরে ফেলবে। জামাল তুমি এমন কথা বললে কেন যে আল্লাহ আর আল্লাহ নেই……..? জামাল বলে, আল্লাহকে আমি এই নদীতে ডুবে যেতে দেখেছি। কি, আল্লাহ রাইন নদীর তীরে ডুবে গেছে এটা কোন কথা হয়? তাহলে তুমি আমাকে মারতে এলে কেন? ও আমি বুঝেছি তুমি অন্এক কথা বলেছ, আল্লাহ আর আল্লাহ নেই এ কথা আমি মিন্ করতে চাইনি।তাহলে তুমি বল তুমি আর এমন কোন কথায় আমাকে মারতে আসবেনা।হ্যাঁ, আমি আর এমন কোন কথায় তোমাকে মারতে আসবনা।তুমি জোড়হস্তে ক্ষমা চাও।আমি জোড়হস্তে ক্ষমা চাইছি। ‘ক্ষমা করার আমি কে? ক্ষমা করার মালিকতো আল্লাহ । ‘
