0
এমন কেউ নাই যে আমাকে ভালবাসে। একজন ভালবাসত, সে আমার মা; সেই মাও কোথায় আছে জানিনা।তাহলে আমাকে ভালবাসে কে? আল্লাহ? আল্লাহর কি এত সময় আছে যে আমাকে ভালবাসবে? তাহলে? আল্লাহ হয়ত সময় সুযোগ পেলে আমাকে একটু আধটু ভালবাসেন!হে আল্লাহ তুমি কেন আমাকে সৃষ্টি করলে? তোমার সময়ের খুব অভাব ছিল? সে সময়কে সময়ে রূপ দেওয়ার জন্যই আমাকে সৃষ্টি করেছ?
এখন বল কি চাইলে তুমি খুশি হবে? তুমি যাও আমি তোমাকে তা দেব, শুধু বোলোনা ডাকিনী নদীর ধারে যেতে! কারন, সেখানে গেলে মানুষ মরে যায়!

0
সুপার লেখা
ধন্যবাদ। ভালবাসা রইল।