0
আল্লাহকে কতবার বলেছি, আমাকে সৃষ্টি কোরোনা।তারপরও সৃষ্টি করল।এখন আমাকে কষ্টের সাথে বসবাস করতে হচ্ছে।
হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করলে কেন? তোমার কি কোন কাজ ছিলনা? ছিল তবে এ কাজ আমার কাছে বেশি আনন্দদায়ক ছিল। তোমার সে কাজের নিকুচি করি।
এবার বল তুমি আমাকে সৃষ্টি করে কি পেয়েছ? ফুল পেয়েছি, পাখি পেয়েছি, নদী পেয়েছি, পেয়েছি দূর আকাশের শুকতারা।
আর কিছু কি আছে? হ্যাঁ আছে ; তোমার মায়ের বুকের দুধ আছে, তোমার বাপের যতনে রাখা দামী গামছা আছে, আছে তোমার নানীর একখানা বিশাল শাল।সে শাল দিয়ে তুমি কি কর? আমি রোজ রাতে মুখ মুছি।
এবার বল তুমি আমাকে সৃষ্টি করে কি পাওনি? আমি ডাল পাইনি, ভাত পাইনি,পাইনি পোড়া রুটি;পেয়েছি একখানা খুরমা রুটি সেটাও রুটি ছিলনা। এতক্ষণে তুমি আমার মনের কথা বললে ; কারন, আমি যে খুরমা রুটি খুব পছন্দ করি।

0