0
আল্লাহকে যদি পাইতে হয় কি করতে হবে?
আল্লাহর ধ্যানে মশগুল থাকতে হবে।
আমরা কি আল্লাহর ধ্যানে মশগুল?
না।
তাহলে তিনি আমাদের কিছু করতেছেননা কেন?
কারন, তিনি যে আল্লাহ।
” হে আল্লাহ তুমি অসীম, অশেষ, তোমার সীমার কোন সীমা নেই “- এবার বল আমাকে কি দেবে?
তোমার জন্য একটি বড় আপেল।
সেটা কখন?
আগামীকাল সকালে।
ধর, নাও।
এই যে নিলাম।
তাহলে এজন্যই তুমি আল্লাহ?
হ্যাঁ, আমি এজন্যই আল্লাহ।
এজন্যইতো তোমাকে আমি দিনরাত স্মরন করি।

0