আল্লাহ -১৩

play icon Listen to this article
0

আল্লাহ সুন্দর, আল্লাহ অনন্য, আল্লাহ অনুপম, আল্লাহর মত কেউ নেই, আল্লাহ যে শুধু আল্লাহ।

কে বলেছেন?

আল্লাওয়ালা আল্লা মাহমুদ।

কেন তিনি এ কথা বলেছেন?

তিনি আল্লাহকে অনেক ভালবাসতেন।

আল্লাহকে ভালবেসে তিনি কি করেছেন?

তিনটি ঘোড়া জবাই করেছেন।

এ ঘোড়াগুলো কি করে?

কবরে গিয়ে আল্লাহ আল্লাহ করে।

আল্লাহ আল্লাহ করে তারা কি বলে?

আল্লাহ তুমি আমাদের রক্ষা কর, আল্লাহ তুমি আমাদের রক্ষা কর।

তিনি কি তাদের রক্ষা করেছেন?

না, তাইতো তারা

কবরে গিয়েছে।

তাহলে আমাদের কি করা উচিত?

আল্লাহকে অবিশ্বাস করা উচিত।

আমরা কি অবিশ্বাস করি?

না।

তাহলে?

আমাদের বিচার করবে এমন কোন আল্লাহ কি আছে?


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

Leave a Reply