0
আল্লাহ আল্লাহ কর ভাই
আল্লাহ ছাড়া উপায় নাই
না গাহিলে কি হবে?
জাহান্নামে হবে ঠাঁই
যাই,সেই কথাটি বলে যাই।
আল্লাহ ছাড়া যে জন বাঁচে
তার কি কভু কিছু আছে
যাই সেই কথাটি বলে যাই
বার বার বলে যাই
…………………
আল্লাহ আল্লাহ কর ভাই।
আল্লাহ নামে ধরলে ধ্বনি
হবে তুমি মহাধনী
যার তুলনা নাই
এই জগত মাঝে নাই
আল্লাহ আল্লাহ কর ভাই।
আল্লাহ নামে ফাঁসিত চড়ে
যায় যে তার রশি ছিঁড়ে
সেই কথাটি যাই
যাই জানিয়ে যাই
আল্লাহ আল্লাহ কর ভাই।
0