একদিন একজন এসে বলল, আমি আল্লাহকে দেখেছি!আমি বললাম, কিভাবে? বলল, গতরাতে সে আমার বিছানায় এসেছিল!কিভাবে? সে আমার বিছানায় এসে আমাকে তিনঘণ্টা বাতাস করেছিল!আমি বললাম আমাকে দেখাতে পারবে? বলল, পারব!পরেরদিন সে আমাকে নিয়ে গেল ; বলল, এখানে বস কিছুক্ষণ পর এসে আল্লাহ তোমাকে বাতাস করবেন! আমি কিছুক্ষণ বসে রইলাম!কিন্তু আল্লাহর দেখা নাই!বললাম, কই? বলল, ধৈর্য ধর কিছুক্ষণ পর আসবে!আমি কিছুক্ষণ বসে রইলাম!কিছুক্ষণ পর বিশাল ঝড়তুফান শুরু হল!সে বলল, এটাই আল্লাহ! আমি বললাম, কিভাবে? বলল, আল্লাহ যদি না থাকতেন তাহলে বাতাস দিত কে?
সেই থেকে আমি আল্লাহকে দিনরাত স্মরন করি!একদিন না দেখলে মনে হয় কতদিন দেখিনি! তিনি রোজ রাতে আমার কাছে আসেন আমাকে ঘুম পাড়িয়ে দেন!একদিন বললাম, তুমি এত দ্রুত যাচ্ছ যে? বলল, আমার অন্য কাজ আছে! আমি বললাম, কি? সে বলল, অন্য একজনকে ঘুম পাড়িয়ে দিতে হবে! আমি বললাম, সে তোমার কি হয়?আল্লাহ বলল, সে আমার মাসতুতো বোনের খালাত জা!সেই থেকে আমি আল্লাহকে আর দেখতে পারিনা!এখন আল্লাহ আমার কাছে আসলেও আমি কথা বলিনা!সে আমার দিকে তাকালে আমি অন্য দিকে মুখ করে থাকি!আমার কেবলই মনে হয়, এই আল্লাহ’ কেন সৃষ্টি হল; ঐ আল্লাহ’ সৃষ্টি হতে পারেনা যে আল্লাহ সারাক্ষণ শুধু আমাকে ঘুম পাড়াবে’!

অসাধারণ
ধন্যবাদ।