0
আল্লাহর নাম দিনে কয়বার নিতে হয়?
হাজার বার।
আমরা একবারও নিই?
না।
তাহলে আমাদের কি হবে?
কঠিন শাস্তি হবে।
হে আল্লাহ তুমি আমাদের এ শাস্তি থেকে রক্ষা কর।
তুমি যদি রক্ষা না কর আমরা কোথায় যাব! তুমি যে রব, সর্বেসর্বা, তোমার উপরে কেহ নেই! তাইতো তোমার কাছে করুনা ভিক্ষা করি।তুমি আমাদের রক্ষা কর।তুমি কতজনকে রক্ষা করেছ।তুমি রক্ষা করেছ বলেই আজ সঠিক পথে আছে। তুমি আমাদের রক্ষা কর, তুমি ছাড়া রক্ষা করার কেহ নেই

0