0
এই যে আকাশ দেখছ সে আকাশ কার সৃষ্টি?
আল্লাহর?
তিনি কোথায় থাকেন?
আসমানের উপরে।
আমরা একদিন তার কাছে যাব। দেখব, তিনি কি করেন।যদি আমাদের সাথে দেখা দেন বলব, তুমি ধন্য।
তিনি কি দেখা দিবেন? নিশ্চয়ই দিবেন। কারন, তিনি আল্লাহ।আল্লাহর উপর যে কেহ নেই।
দেখা দিলে আমরা তাকে একটি গোলাপ ফুল উপহার দেব, যে গোলাপের কোন গন্ধ নেই। তিনি বলবেন, আমি ধন্য।আমরা বলব, এ গোলাপতো তোমারই সৃষ্টি।

0