0
আমার একটি সুন্দর নাম আছে। এ নাম দিয়েছেন কে? আল্লাহ। নাম দেওয়ার আগে তিনি বলেছিলেন, তোমাকে একটি সুন্দর নাম দিলাম তুমি এ নাম নিয়ে চলবে, দেখবে মন জুড়াবে।আজ আমার মন জুড়াচ্ছে।
আজ আমি কি বলব?
আল্লাহ যদি এমন নাম না দিত তাহলে কেমন করে মন জুড়াত!
‘আল্লাহ তুমি বার বার আমাকে এমন নাম দিও।’

0
এমন কিছু লিখুন যাতে মানুষের মনে প্রশান্তি আসে।
নেগেটিভ মন্তব্য দেওয়ার চেয়ে না দেওয়াই ভাল।
আপনি এইসব কী লিখেছেন? দেখি একটু ব্যাখ্যা করুন।
কিছু না বুঝলে চুপ করে থাকবেন। জীবনানন্দ দাশের কবিতা বোঝা একটু কঠিন।এখন কেউ যদি জীবনানন্দের কবিতা বুঝেনা বলে বলে, জীবনানন্দ কবি নয় তা কি ঠিক হবে?