আল্লাহর নাম লও, আল্লাহর নাম। আল্লাহর নাম নিলে মনে শান্তি আসে।
আজ আমার মনে শান্তি। তার মানে? আমি একদিন আল্লাহর নাম নিয়েছিলাম।
আমি আবার আল্লাহর নাম নিব, দেখব কি হয়।নিশ্চয়ই মন শান্তিতে ভরে যাবে।
সে শান্তি কত’ শান্তি? সেটা যদি এক পোয়া হয় তাকে বলব, আরও শান্তি দাও। তিনি নিশ্চয়ই আরও শান্তি দিবেন। সেটা যদি হাজার ছাড়িয়ে যায় আমার কিছু বলার থাকবেনা। শুধু বলব, আল্লাহর পক্ষে সবই সম্ভব।
সব যদি সম্ভব না হত এত কিছু কি হত? এই যে আকাশ, বাতাস, নদীর জল সবইতো তার দান।তিনি আছেন বলেই তো আমরা বেঁচে আছি। তিনি আছেন বলেই তো আমরা খাই, পরি, শুকরিয়া করি।তিনি না থাকলে কিছুই হতনা। কারন, তিনি যে আল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ কি কিছু করতে পেরেছিল?না কেউ কিছু করতে পারেনি। তিনি আছেন বলেই কামাল, করিম, মুসোলিনি – এরা মানুষ। আল্লাহ না থাকলে এরা কি কখনও মানুষ হত? না এরা কখনও মানুষ হতনা। তাইতো আমাদের সারাক্ষণ আল্লাহর নাম নেওয়া উচিত। আল্লাহ যে আল্লাহ।
