0
আল্লাহর আগে কে আছে? কেউ নেই। আল্লাহর পরে কে আছে? আল্লাহর পরেও কেউ নেই। তার মানে? আল্লাহ একজন।এমন একটি দিন যেন না আসে যেদিন আল্লাহ একজনের অধিক। কেন? আল্লাহ যে আল্লাহ।
আল্লাহ যদি একজনের অধিক হয় তখন কি হবে? আল্লাহয় আল্লাহয় পৃথিবী ভরে যাবে। তখন সবাই বলবে, আমি আল্লাহ, আমি আল্লাহ। তখন মূল আল্লাহ দুঃখে মরবে। আর মূল আল্লাহ দুঃখে মরলে আমাদের সবাই’ দুঃখে মরতে হবে। কাজেই আল্লাহই যেন আল্লাহ থাকে।

0