ইচ্ছে তোমায় দিলেম ছুটি

0

ইচ্ছে তুমি আর আমার কাছে এসোনা। তুমি আসলে আমার এটা হতে ইচ্ছে করে, ওটা হতে ইচ্ছে করে; আমার কেবলই প্রশ্ন জাগে আমি কেন ঢাকা ছিলামনা ,আমি কেন লন্ডন ছিলামনা, আমি কেন পাখি হয়ে উড়িনি, আমি কেন নদী হয়ে বয়ে যাইনি, আমার দুই চোখে দুটি তারা- এ নিয়ে আমি কেন গল্প লিখিনি।ইচ্ছে তুমি  আমার কাছে আসলে আমার মা আমাকে মা বলে ডাকেনা, বাপ বাপ বলে…….,আমি নাকি সাড়ে সাত মাস চাঁদের দেশে ছিলাম, সেখানে আমি কেন চাঁদের গল্প লিখিনি কেবলই আমাকে এ প্রশ্ন করা হয়।ইচ্ছে তুমি আমার কাছে আসলে আমি নাকি ভাইকে ভাই মনে করিনা, তোমাকে ভাই মনে করি।ইচ্ছে তুমি আমার কাছে আসলে সুরঞ্জনা বলে তুমি আমার নয় তুমি আরেকজনের হয়ে গেছ। ইচ্ছে তুমি নাকি সাড়ে সাত মাস গোর্খা দ্বীপে কাটিয়েছ? আমাকে একবার বোলোতো দেখব আমি গোর্খা দ্বীপ কি জিনিস। ইচ্ছে তুমি আর আমার কাছে এসোনা তুমি আসলে আমার কেবলই মরে যেত ইচ্ছে করে। যে জন একবার মরে যায় সে আর মরার সুযোগ পায়?

ইচ্ছে তোমার এত ইচ্ছে কেন আমাকে সারাক্ষণ জ্বালাও পোড়াও কর?তুমি কিছুক্ষণ দূরে থাক আমি কিছুক্ষণের জন্য শান্তিতে থাকি।

ইচ্ছে তোমার নাকি মা মারা গেছে?  সে কথা আমাকে বলনি কেন? আমি এক কেজি কমলা রঙের  দই পাঠাতাম। ইচ্ছে তুমি আর এমন কোন ইচ্ছে কোরোনা যে ইচ্ছে করলে ইচ্ছেকে কেউ কমলা রঙের দই পাঠাতে ইচ্ছে করেনা।

ইচ্ছে আমার কেবলই ইচ্ছে করে ইচ্ছে হয়ে তোমার ইচ্ছের  ইচ্ছে ইচ্ছেমত ইচ্ছে করার ইচ্ছে করি।তুমি কি আমাকে সে ইচ্ছে ইচ্ছে করার ইচ্ছে ইচ্ছে  কর? যদি কর তাহলে বুঝব এতদিনে ইচ্ছে তার ইচ্ছেকে ইচ্ছে মত ইচ্ছে করার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে   করেছে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply