ইসলাম ধর্মের মধ্যে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এবং ইসলামিক চিন্তাবিদ ছিল আল গাযালি (র.)। তার পুরো নাম হলো ইমাম আবু হামিদ মুহাম্মদ আল গাযালি (র.)। মুহাম্মদ হলো নাম এবং উপনাম হচ্ছে আবু হামিদ। তিনি ৪৫০ হি: ১০৫৮ খ্রিস্টাব্দে ‘তুস’ নগরে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ আততুসি। তিনি ধর্মীয় এবং নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি সুফিবাদের উপর গুরুত্ব প্রধান করতেন। মানুষের আধ্যাত্মিক এবং আত্নিক উন্নতির জন্য নৈতিক শিক্ষা যে কতখানি আবশ্যক তা তিনি তার লেখনীতে তুলে ধরেন। তিনি ইসলামি দর্শন ও সুফিবাদকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখ যোগ্য হলো “ইহইয়াউ উলুমিদ্ দীন” (ধর্মীয় বিজ্ঞানের পুনর্জীবন)। প্রামাণ্য এবং যুক্তি পূর্ণ দলিলের মাধ্যমে তিনি ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। ইসলামি দর্শন ও শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে ‘হুজ্জাতুল ইসলাম’ (ইসলামের দলিল) নামে অভিহিত করা হয়।
ইসলাম ধর্মের এই শ্রেষ্ঠ দার্শনিক ১১১১ খ্রি. ইন্তেকাল করেন।
