ইসলামিক বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি 

1

ইসলাম‌িক  বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি

—————————————————————

পা‌কিস্তান , সৌ‌দি আর‌ব ও ইন্দো‌নে‌শিয়ার মত মুস‌লিম সংখ্যাগ‌রিষ্ঠ দে‌শে যারা ভ্রম‌ন/ব্যবসা‌য়িক/চাকু‌রির/কোন প্র‌য়োজ‌নে গি‌য়েছেন তারা দে‌খে থাক‌বেন , সেসব দে‌শেও বি‌ভিন্ন স্থা‌নে মুস‌লিম ম‌নি‌ষি/‌যোদ্ধা/‌বি‌শিষ্ট ব্য‌ক্তি‌দের সহ বি‌ভিন্ন বিখ্যাত ব্য‌ক্তি‌দের ভাষ্কর্য র‌য়ে‌ছে। মুস‌লিম দেশ হয়েও তা‌দের দে‌শে এসকল ভাষ্কর্য স্থান পে‌য়ে‌ছে।

ইসলা‌মে মু‌র্তি পূজা হল আল্লাহর সা‌থে শিরক করার সা‌থে সমতুল্য ও শিরক। তবুও কেন সেসব ইসলা‌মিক দে‌শের সরকার এস‌বের সম্ম‌তি দি‌য়ে থা‌কেন বা দি‌য়ে‌ছেন ? আমরা ই বা কেন তা‌দের‌কে অনুসরন কর‌তে যাব ? ম‌নের ভেতর যে কুসংস্কার, শ্রে‌ণি‌বৈষম্যের আর অহংকা‌রের মু‌র্তি বা ভাষ্কর্য আমরা তৈরী ক‌রে‌ছি তা‌কে কিভা‌বে আমরা ভাঙ্গব ?

মূলত , ভাষ্কর্য নির্ম াণ শিল্প সংস্কৃতির অংশ সুদুড় প্রাচীনকাল থেকেই চলে এসেছে তবে ইসলামিক দেশগুলোতে বি‌ভিন্ন স্থা‌নে মুস‌লিম ম‌নি‌ষি/‌যোদ্ধা/‌বি‌শিষ্ট ব্য‌ক্তি‌দের সহ বি‌ভিন্ন বিখ্যাত ব্য‌ক্তি‌দের ভাষ্কর্য নির্মানের পেছনে কারণ হল আল্লাহর সাথে শিরক হয় এমন বিষয় ছাড়া যে কোন বিষয়ে ভাষ্কর্য নির্ম াণ করা যেতেই পারে তাছাড়া সেসব ইসলামিক দেশগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ( আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন এর মত প্রতিষ্ঠান রয়েছে ) এসব  ভাষ্কর্য নির্ম াণ এর বিষয়ে সুস্পষ্ট কারণ উল্লেখ করে মতামত প্রকাশ করেছে।

(*) সবার জানার জন্য কিছু ছ‌বি ইন্টার‌নেট থে‌কে সংগ্রহ ক‌রে শেয়ার করলাম। কাউ‌কে ছোট বা হেয় বা ভুল প্রমা‌নিত করার অ‌ভিপ্রা‌য়ে নয়।

– জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

FB IMG 1669227019987

 

FB IMG 1669227023252

 

FB IMG 1669227026638

 

FB IMG 1669227029802

 

FB IMG 1669227032754

 

FB IMG 1669227035806

 

FB IMG 1669227043252

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

Author: Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

সম্ভ্রান্ত মুস‌লিম মধ্য‌বিত্ত প‌রিবা‌রে জন্ম নি‌য়ে জীবণ ও বাস্তবতা‌কে খুব কাছ থে‌কে দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। মানু‌ষের সা‌থে নী‌বিড়ভা‌বে মিশ‌তে পারার দক্ষতা‌কে কা‌জে লা‌গি‌য়ে জীবণ সম্প‌র্কে সূক্ষ্ম দার্শ‌নিকতা ও বস্তুগত পার্থক্য ঊপল‌ব্ধিতায় সর্বদা জীবণ , চ‌রিত্র ও মান‌বিকতার মা‌নে‌ান্নয়ন করার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। আমার কা‌ছে জীবণ অর্থ কখনও যুদ্ধ কখনও অর্থ নদী। স্বপ্ন হাজার , সফলতা ক্ষীণ কিন্তু চেষ্টায় অব্যর্থ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply