ইসলামী জীবন

0

ইসলামী জীবন
মোঃ রুহুল আমিন

ইসলামের মূল স্তম্ভ গুলো
মেনে জীবন গড়ি,
ঈমান মজবুত করে মুসলিম
সঠিক পথটা ধরি।

ঈমান হলো সাতটি বিষয়
পূর্ণ বিশ্বাস করা,
বিশ্বাস করলে মুসলিম তুমি
ঈমান গুণে ভরা।

নামাজ পড়া ফরজ বিধান
নর ও নারীর জন্য,
রবের আদেশ মান্য করলে
জীবন তোমার ধন্য।

জাকাত দিবে সঠিক ভাবে
সম্পদ থাকলে তবে,
ফরজ নিয়ম মুসলিম গণে
আদায় করবে সবে।

রোজার মাসটা আসবে যখন
একটি বছর ঘুরে,
রোজা পালন করবে মুসলিম
থাকবে নাকো দূরে।

অধিক অর্থ থাকলে তবেই
হজে গমন করে,
ঈমান পোক্ত করতে মুসলিম
রবের ভয়ে ডরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

One Reply to “ইসলামী জীবন”

Leave a Reply