0
ইসলামী জীবন
মোঃ রুহুল আমিন
ইসলামের মূল স্তম্ভ গুলো
মেনে জীবন গড়ি,
ঈমান মজবুত করে মুসলিম
সঠিক পথটা ধরি।
ঈমান হলো সাতটি বিষয়
পূর্ণ বিশ্বাস করা,
বিশ্বাস করলে মুসলিম তুমি
ঈমান গুণে ভরা।
নামাজ পড়া ফরজ বিধান
নর ও নারীর জন্য,
রবের আদেশ মান্য করলে
জীবন তোমার ধন্য।
জাকাত দিবে সঠিক ভাবে
সম্পদ থাকলে তবে,
ফরজ নিয়ম মুসলিম গণে
আদায় করবে সবে।
রোজার মাসটা আসবে যখন
একটি বছর ঘুরে,
রোজা পালন করবে মুসলিম
থাকবে নাকো দূরে।
অধিক অর্থ থাকলে তবেই
হজে গমন করে,
ঈমান পোক্ত করতে মুসলিম
রবের ভয়ে ডরে।

0
ভালো লিখেছেন কবি