0
আমি ঈশ্বরের কাছে কতবার প্রার্থনা করেছি, ঈশ্বর আমাকে একটি হাত দাও।কিন্তু ঈশ্বর আমাকে হাত দেয়নি। এখন আমাকে এ হাত নিয়ে চলতে হয়, খাইতে হয়, দৌড়াতে হয়, আমি কিছু করতে পারিনা, আমার রাত হলে ঘুম আসেনা, আমি রাত বিরাতে বাজে স্বপ্ন দেখি। ঈশ্বর আমাকে এমন করল কেন? আমাকে কেন হাত দেয়নি? তাহলে কি ঈশ্বরের হাতের অভাব আছে? না, না ঈশ্বরের কাছে হাতের অভাব নেই। কিন্তু তোমাকে দেবেনা।তাহলে সে ঈশ্বর মানিনা যে ঈশ্বর আমাকে চায়না।
আরো পড়ুন-
- খক্ষ শব্দের অর্থ কি?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান
- তাইয়ান নামের অর্থ কি
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- জীবিকা শব্দের অর্থ কি?

0