0
জান্নাত সুবাস নিয়ে এলো
মোদের মাঝে রোজা,
রাখলে রোজা রহম গুণে
কমবে পাপের বোঝা।
রোজার মাসে কুরআন পড়ে
মুমিন মধুর সুরে,
প্রভুর তরে প্রার্থনায় যে
ক্লান্তি যায় যে দূরে।
আয় মসজিদে পাপী তাপী
সবে আয়রে ছুটে,
আরশ দুয়ার দিলেন খুলে
রহম নেরে লুটে।
উত্তম রাতি কদর রাতে
ভরবে নেকী ধনে,
সকল সৃষ্টি প্রেম মিতালি
মাতে প্রভুর সনে।
যাকাত দানে টানলে কাছে
কাঙাল দুখীর সবে,
অসীম অপার নিয়ামক যে
তোমার মাঝে রবে।
আরো পড়ুন-
0