0
জানি সেই উপত্যকাটি আর উপত্যকা নেই। তুমি এখন বসে বসে কাঁদছ।একদিন তুমি মন ভরে উপত্যকাটি দেখেছিলে।সেটি হয়ে গেছে আজ ঘন জঙ্গল। তুমি কাঁদছ, কেন এমন হল? আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি আজ আমার থাকতে তাহলে তোমাকে এ কান্না কাঁদতে হতনা; তুমি আমাকে দেখেই সব সান্ত্বনা পেতে।আমি কি উপত্যকার চেয়ে কম? কাজেই তুমি এখন থেকে শুধু আমার থাকবে- এ কথা ভাব; দেখবে সব উপত্যকা হেরে গেছে। কি ভাবছ তুমি? উপত্যকার শোক মানুষ দেখে ভুলবে- এটা আশ্চর্যজনক? আশ্চর্য হওয়ার কিছু নেই ; উপত্যকা কি মানুষ হয়? মানুষইতো উপত্যকা হয়।

0