0
তিনদিন তিনরাত না খেয়েছিলাম কেউ আমাকে খাবার দেয়নি। আজ একজন আমাকে খাবার দিল; আমি তার কৃতজ্ঞতা কি দিয়ে প্রকাশ করব?আমি তাকে বললাম, ‘একদিন চাঁদনি রাতে এসো তোমাকে আমি হিমালয়ের পাদদেশে নিয়ে যাব,। সে বলে, চাদনী রাতে আসা সম্ভব নয়। আমি বললাম, তাহলে তুমি খাবার দিলে কেন? সে বলে, ‘এমনিতেই দিয়েছি, তুমি খাবে বলে’। আমি বলি, এমন খাবার আমি চাইনা। সে বলে তাহলে আমি আর খাবার দেবনা।আমি বলি , তোমার খাবার আমার দরকার নাই।
আমি সিদ্ধান্ত নিয়েছি আবার যদি কোনদিন সে খাবার নিয়ে আসে সেটা তার কপালে ছুঁড়ে মারব; কারন, কুত্তার খাবার কুত্তাই খাক্।
কিন্তু কুত্তা যদি না খায় তখন আমি কি করব?আমি সিদ্ধান্ত নিয়েছি আমিই খেয়ে ফেলব।কারন, কুত্তার খাবার কুত্তায় না খাইতে পারে, আমি তো মানুষ আমিতো খাব; আমি তো কোন কুত্তা’ না বলতে পারিনা।
0