সাবধানে হাঁটতেন খাকী যদি পড়ে যান।একদিন হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন। একজন তাকে ধরে উঠাল। সেই থেকে তাকে আর ভুলতে পারেননা।এখন হাঁটতে গেলেই তার কথা মনে পড়ে। কিন্তু তাকে কোথায় পাবেন। শুনেছি রসুলপুরের ধারে রশীদপুরে তেমন একজন আছেন, তিনি তার সাথে দেখা করবেন। যদি কোন ভালো বুদ্ধি দেয় তাহলে সেটা অন্তরে অন্তস্থ করে নিবেন।কিন্তু ভাল বুদ্ধি দেওয়ার লোকতো কম। সেদিন সেজন উঠিয়েছিল কারন দায় ঠেকে।কাছেই একজন মরে যাচ্ছে তাকে না দেখলে কি হয়!। রশিদপুরের সে তারতো বুদ্ধি দেওয়ার সম্ভাবনা কম।তাহলে তিনি কি করবেন? ওরকম একজন পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন দিনরাত শুধু আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যদি তাকে হেলপ্ করে। কিন্তু আল্লাহ কি হেল্প করবেন – এটা নিয়েও সন্ধিহান।শেষ পর্যন্ত আল্লাহর আশা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটেন, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলো আল্লাহ সৃষ্টি না করে অন্য কিছু সৃষ্টি করতে পারলনা, তারতো সৃষ্টি করার অনেক কিছুই আছে।
আসলে কি খাকী পাগল? না, খাকী একটুও পাগলনা, তার কথা তো ঠিকই আছে আল্লাহর তো সৃষ্টি করার অনেক কিছু আছেএ, এত কিছু সৃষ্টির পর আল্লাহ কেন তাকে সৃষ্টি করতে গেলেন!
