0
সেই একটি কথা বল যে কথাটি, সবচেয়ে সুন্দর।
সেই একটি কথা বল যে কথাটি, লাল গোলাপ ফুল।
সেই একটি কথা বল যে কথাটি, ভালবাসা ছাড়া বাঁচা যায়না।
সেই একটি কথা বল যে কথাটি, নদীর ধারে তিমি মাছ ভাসে।
সেই একটি কথা বল যে কথাটি, কেউ কারো না হলে কেউ কারো নয়।
সেই একটি কথা বল যে কথাটি,’ পাহাড়ের কাছে প্রশ্ন করেছিলাম তুমি কার?। পাহাড় বলেছে, ‘আমি আবার কার? আমি আমার! ‘
সেই একটি কথা বল যে কথাটি, তোমার নাম আমি আমার নাম তুমি এছাড়া কি কোন কথা আছে?
সেই একটি কথা বল যে কথাটি, ‘নদীর ধারে গেলে শুধু লাল গোলাপ দেখা যায়, তার একটিও লাল গোলাপ নয়।
সেই একটি কথা বল যে কথাটি, ‘তোমার নাম খঞ্জণা আমার নাম খঞ্জনি; খঞ্জণা কি খঞ্জনি ছাড়া বাঁচতে পারে?’
সেই একটি কথা কি? সেই একটি কথা হল আমি তোমাকে ভালবাসি।
সেই একটি কথা’ কি না বলে থাকতে পারি?
0