0
জীবন মানে এই জগতে
তিন পুরুষের মেলা,
চোখ বুঝিলে.. বন্ধ হবেই
রঙ তামাশার খেলা।
কিসের বড়াই করছো ভবে
অহংবোধে আজি,
সবার মত জগত সংসার
ছাড়তে তবু রাজি।
দাদার দেখা পথের পথিক
বাবার চরণ দুটি,
জগত ছাড়ার নির্দেশ আসলে
বাবার হলো ছুটি।
এমন ভাবে নিয়ম মেনেই
যাওয়া আসা ভবে,
হাজার হাজার বছর ধরেই
নিয়ম মানছে সবে।
মিটবে নাকো মনের আশা
এই জীবনে কারো,
অতীত স্মৃতি থাকবে ধরায়
গড়তে যদি পারো।
হঠাৎ একদিন দমকা হাওয়া
জীবন নেবে কেড়ে,
পূর্ণ তোমার ঘাটতি থাকলে
কষ্ট যাবে বেড়ে।
0