একদিন হবে ছুটি

play icon Listen to this article
0

জীবন মানে এই জগতে
তিন পুরুষের মেলা,
চোখ বুঝিলে.. বন্ধ হবেই
রঙ তামাশার খেলা।

কিসের বড়াই করছো ভবে
অহংবোধে আজি,
সবার মত জগত সংসার
ছাড়তে তবু রাজি।

দাদার দেখা পথের পথিক
বাবার চরণ দুটি,
জগত ছাড়ার নির্দেশ আসলে
বাবার হলো ছুটি।

এমন ভাবে নিয়ম মেনেই
যাওয়া আসা ভবে,
হাজার হাজার বছর ধরেই
নিয়ম মানছে সবে।

মিটবে নাকো মনের আশা
এই জীবনে কারো,
অতীত স্মৃতি থাকবে ধরায়
গড়তে যদি পারো।

হঠাৎ একদিন দমকা হাওয়া
জীবন নেবে কেড়ে,
পূর্ণ তোমার ঘাটতি থাকলে
কষ্ট যাবে বেড়ে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

Leave a Reply