একা………. (ডাইরির পাতা থেকে)

0

একা থাকার মানে কি হতাশা
আমি তা মনে করি না
নিজেকে চেনার জন্য তো এক থাকা যায়
কিছু সৃষ্টির উদ্দেশেও তো একা থাকা যায়।
কিন্তূ, একা থাকার মানে কিন্তূ সমাজ থেকে দূরে কোন এক গহীনে থাকা নয়,কারণ বর্তমানে তা সম্ভব নয়।
আমি বলি একা থাকার মানে সকলের মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করা।
কিন্তূ আমি এই একা থাকা কে হতাশা বলিনা
আসলে,আমার মূল বক্তব্য হলো জীবন খুব অল্প সময়ের তাই হতাশ না থেকে জীবন থেকে সব সময় কিছু শিখতে হবে।।।।।

 

আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

দগ্ধ ধোঁয়ার ছাই

সাজ গোছেতে পরিপাটি সবার চোখে ভাই, ভেতর পোড়ে আগ্নেয়গিরি দগ্ধ ধোঁয়ার ছাই। ভেতর মাঝে অনল দহন জানে পোড়া মন, আপন

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

One Reply to “একা………. (ডাইরির পাতা থেকে)”

Leave a Reply