একা………. (ডাইরির পাতা থেকে)

play icon Listen to this article
0

একা থাকার মানে কি হতাশা
আমি তা মনে করি না
নিজেকে চেনার জন্য তো এক থাকা যায়
কিছু সৃষ্টির উদ্দেশেও তো একা থাকা যায়।
কিন্তূ, একা থাকার মানে কিন্তূ সমাজ থেকে দূরে কোন এক গহীনে থাকা নয়,কারণ বর্তমানে তা সম্ভব নয়।
আমি বলি একা থাকার মানে সকলের মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করা।
কিন্তূ আমি এই একা থাকা কে হতাশা বলিনা
আসলে,আমার মূল বক্তব্য হলো জীবন খুব অল্প সময়ের তাই হতাশ না থেকে জীবন থেকে সব সময় কিছু শিখতে হবে।।।।।

 

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মরে গেছি – ৪

জন্মও নিয়েছি তোমার জন্য মরবও তোমার জন্য। অথচ সেই তুমি আমার নয়। আজ আমার কি করতে ইচ্ছে হয়?মরে যেতে ইচ্ছে

তুমি আমার – ৯

তুমিও আমার , আমিও তোমার। অথচ কে যেন আমার নয়?  সে জনা কে? সে জনা হল, তুমি আমার। তুমি আমার

কবিতা

ঘন্টার পর ঘন্টা কবিতা লিখি। অথচ আজ আমি একটাও কবিতা লিখিনি।কেন? কবিতা লিখতে আমার ভাল লাগেনা।এমন কবিতার জন্ম কেন হল?

চোখে চোখে

চোখে চোখে চোখ রাখলে কি হয়? চোখে চোখে চোখ রাখলে চোখে চোখ থাকেনা।সে চোখ কোথায় যেন হারিয়ে  যায়। আজ আমার

Leave a Reply