একা………. (ডাইরির পাতা থেকে)

play icon Listen to this article
0

একা থাকার মানে কি হতাশা
আমি তা মনে করি না
নিজেকে চেনার জন্য তো এক থাকা যায়
কিছু সৃষ্টির উদ্দেশেও তো একা থাকা যায়।
কিন্তূ, একা থাকার মানে কিন্তূ সমাজ থেকে দূরে কোন এক গহীনে থাকা নয়,কারণ বর্তমানে তা সম্ভব নয়।
আমি বলি একা থাকার মানে সকলের মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করা।
কিন্তূ আমি এই একা থাকা কে হতাশা বলিনা
আসলে,আমার মূল বক্তব্য হলো জীবন খুব অল্প সময়ের তাই হতাশ না থেকে জীবন থেকে সব সময় কিছু শিখতে হবে।।।।।

 

আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

One Reply to “একা………. (ডাইরির পাতা থেকে)”

Leave a Reply