যদি কোনদিন দেখি তুমি নেই সাথে? থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল আছে, ছাগল।সেই ছাগল’ জিজ্ঞেস করব তুমি কেমন আছ? যদি বলে, ভাল আছি, বলব তোমার জন্যইতো আমি অপেক্ষা করছিলাম। ছাগল যদি পান খেতে দেয় পান খাব, ঘাস চিবোতে দিলে ঘাস চিবোব।শুধু একটা জিনিস করতে বলবনা, বলব, তুমি আমাকে তার নাম উচ্চারণ করতে দিয়োনা, তার নাম উচ্চারণ করলে আমি মরে যাই।তারপরও যদি সে জোর করে বলব, “তোমার মত ছাগল আর নেই, তুমি আসলেই এক ছাগল।
ছাগলের গল্প কত শুনেছি এমন ছাগল আর জীবনেও দেখিনি, একে এক্ষুণি জবাই করে খাওয়া উচিত । ”
তুমি নিশ্চয়ই আমার কথা শুনে হাসছ: “আমাকে ছাগলের সাথে মিলানো হল”।না না তুমি কোন ছাগল নও তুমি হলে ছাগলের রানী যে সারাক্ষণ হাম্বা হাম্বা করে।
ছাগল নিয়ে তো অনেক গল্প হল, এবার অন্য গল্প কর: আর কোন গল্প নেই, আজ এটাই যুৎসই গল্প; আবার যদি কোনদিন নতুন কোন গল্প পাই সেটা তোমাকে নাকে আঙুল দিয়ে বুঝিয়ে বলব, সেটা যদি এক ঘন্টা লাগে এক ঘন্টা, দুই ঘন্টা লাগে দুই ঘন্টা, তিন ঘন্টা লাগে তিন ঘন্টা তারপরও সেটা তোমাকে যে করেই হোক বুঝিয়ে বলবই।