তোমাকে কতবার আমি বলেছি তুমি আমাকে ভালবেসোনা।তারপরও তুমি আমাকে ভালবাসলে। এখন তুমি দুঃখে কাঁদছ।আমি বলি, তুমি যদি আমাকে ভাল না বাসতে তাহলে তো তোমাকে কাঁদতে হতনাঃ
এখন আমি কি করব? এখন আমি শুধু তোমাকে একটা পরামর্শই দিতে পারি সেটা হল তোমার জীবনে ‘আমার বলে কেউ ছিল ‘ এ কথা তুমি ভুলে যাও। শুধু ভাববে তোমার জীবনে এমন কেউ ছিলনা যে আমার। কাজেই তুমি শুধু দিনরাত এই জপ্ জপবে।দেখবে একদিন ঠিকই নিষ্কৃতি মিলেছে। তখন তোমার সব আনন্দ আনন্দ খুঁজে পাবে। তখন তোমাকে আর অযথা অথর্ব বিষয় নিয়ে ভাবতে হবেনা।তুমি হবে এক ক্রন্দসী ষোড়সী।সেই তোমার জন্যইতো আমি দিন-রাত অপেক্ষা করি।
তুমি ক্রন্দসী ষোড়শী হলে কি হবে? আমাকে আর কষ্ট করে পথের ধারে বেড়াতে যেতে হবেনা, যেখানে অনেক ফুল ফুোটে, তার একটি ফুলও বলবেনা তুমি ফুল নও।কাজেই সে চেষ্টা কর যে চেষ্টাতে তুমি ফুল হবে। তুমি ফুল হলেই তো আনন্দ। কারন, ফুল কে না ভালবাসে! । সবচেয়ে সুন্দর ফুল’ যে সবচেয়ে সুন্দর করে ডাকে। সে ডাক আমি কি ফিরাতে পারব? তোমার কোন ডাক কবে আমি ফিরিয়েছি? কাজেই তুমি আমার এ ডাক শুন, আমি তোমার সব ডাক শুনব।তোমার ডাক না শুনলে যে আমার ঘুম আসবেনা।