0
প্রেম করে কেউ কি ঠকেছে? না, ঠকেনি।তাইতো আমি আজ প্রেম করলাম।প্রেম করে জানলাম, তুমি কত সুন্দর। এবার বল তুমি আমাকে কি দেবে? তুমি আমাকে সেন্টজোন্সের রাফলেসিয়া দাও। না, সেটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে, প্রেম করে আমি জানলাম তুমি আসলে সুন্দর নও।
এবার বল আমাকে ঠকালে কেন? আমি ঠকিয়েছি কারন, তুমি এক বড় ঠক্।আমি কোনদিনই কোনপ্রকার ঠক্ নই।তাহলে তুমি এক বড় জোচচোর।না, আমি অত বড় জোচ্চর হতে চাইনা।তাহলে তুমি ঠক।না, আমি ঠক্তে চাইনা। তাহলে তুমি জোচ্চর। আচ্ছা জোচ্চরই নিলাম।
এবার বল, আমাকে ভালবাসলে কেন? ভালবেসেছি কারন, তোমার চোখে ধাঁধা আছে। সে ধাঁধা যেন আলোক্ ধাঁধা’র পিছ্ নেয়।

0