0
কতকাল আগে বলেছিলাম ভালবাসি আমার মনে নেই, আজ আবার বলতে ইচ্ছে করছে। আজ আবার বলতে ইচ্ছে করছে কেন? আজ আমার বড় ভাল লাগছে। আজ কেন জানি মনে হচ্ছে হ্রদে কোন পানি নেই, সব পানি শুকিয়ে গেছে, শুকিয়ে সেটি খাল হয়ে গেছে ; আজ কেন জানি মনে হচ্ছে উত্তর আকাশে কোন বক্ ডাকেনা, সব বক্ দক্ষিণ আকাশে চলে গেছে ; আজ কেন জানি মনে হচ্ছে দূর্বাঘাসের বুকে আজ কোন সবুজ পাতা নেই, সব পাতা নীল হয়ে গেছে।
এইযে এমন একটি মুহূর্ত এই মুহূর্তে কেউ যদি আমাকে একটি ফুল দিত তাহলে কতইনা ভাল হত।কিন্তু কেউ কি আমাকে ফুল দিবে? জানি কেউ দিবেনা তাইতো মুহূর্ত’ ম্লান। এই যে মুহূর্ত’ ম্লান এর দায়ভার কে নিবে? এর দায়ভার ববিতার মা নেক, ববিতার মার নাকি কোন সন্তান নাই।
0