ওগো মোর মন ময়ূরী

0

কতকাল আগে বলেছিলাম ভালবাসি আমার মনে নেই, আজ আবার বলতে ইচ্ছে করছে। আজ আবার বলতে ইচ্ছে করছে কেন? আজ আমার বড় ভাল লাগছে। আজ কেন জানি মনে হচ্ছে হ্রদে কোন পানি নেই, সব পানি শুকিয়ে গেছে, শুকিয়ে সেটি খাল হয়ে গেছে  ; আজ কেন জানি মনে হচ্ছে উত্তর আকাশে কোন বক্ ডাকেনা, সব বক্ দক্ষিণ আকাশে চলে গেছে ; আজ কেন জানি  মনে হচ্ছে দূর্বাঘাসের  বুকে আজ কোন সবুজ পাতা নেই, সব পাতা নীল হয়ে গেছে।

এইযে এমন একটি মুহূর্ত এই মুহূর্তে কেউ যদি আমাকে একটি ফুল দিত তাহলে কতইনা ভাল হত।কিন্তু কেউ কি আমাকে ফুল দিবে? জানি কেউ দিবেনা তাইতো মুহূর্ত’ ম্লান। এই যে মুহূর্ত’ ম্লান এর দায়ভার কে নিবে? এর দায়ভার ববিতার মা নেক, ববিতার মার নাকি কোন সন্তান নাই।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

Leave a Reply